Posts

কে দোষী ?

Image
  কে দোষী ? আজ জিসানের স্কুল ছুটি। তাই তো মনটি আজকে বেশ ভালো তার।তবে এই ছুটি কোন সাপ্তাহিক ছুটি নয়! আজ আম্মুর কাছে বায়না ধরে নেওয়া ছুটি।আজ সকালে সে যখন শুনলো,তার আব্বু ফিরছে বিদেশ থেকে।তখনি তার আম্মুর আঁচল আঁকড়ে কান্না জুড়ে দিয়েছিল সে। অবশেষে শালিনী দেবী মানলো।অবশ্য না মানার উপায় ছিল না। কারণ সে যে এক মমতাময়ী মা। তাই তো ছোট্ট ছেলেটার কান্না সে বেশিখন সহ‍্য করতেই পারলো না। তবে সে যাই হোক,আমরা জিসানের কথায় ফিরে আসি।আজকে জিসান তার আব্বু কে সারপ্রাইজ দেবে ভেবেছে।প্রতিবার তার আব্বু তাকে সারপ্রাইজ দেয়। যতবারই আসে ততবারই দরজার আড়ালে লুকিয়ে থাকে।তারপর জিসান স্কুল থেকে ফিরলেই দরজা খোলে তার আব্বু। চমকে যায় জিসান।তাই তো আজ সে বাড়িতে থাকবে। অবশ্য তার দাদু ও দাদিমা অনেক বুঝিয়েছে,তবুও আম্মুর অনুমতি পেয়ে গেছে সে। তাছাড়া স্কুল ছুটির সুযোগ কেউ ছাড়ে নাকি! এবার জিসানের পরিবার সম্পর্কে বলি।জিসানের মায়ের বয়স ৩০।দেখতে সুন্দরী এবং দুই সন্তানের জননী।তার মধ্যে জিসান ও তার ছোট্ট বোনটি। যে এখনো মায়ের দুধ খায়।তাছাড়া বাড়িতে তার দাদু ও দাদিমা ছাড়া আর কেউ নেই। তার থাকে শহর অঞ্চলে একটি বিল্ডিংয়ের তিন তল...

সোনার দেবর

Image
  সোনার দেবর রৌদ্রস্নাত দুপুরে বাইড়ে থেকে এসে, বিছানায় আধশোয়া হয়ে হাতে থাকা বইটা মুখের সামনে ধরে ঘাটাঘাটি করতে করতে, দুপুরে খাবারের অপেক্ষা করছিল সুজন। খাবার খেয়ে তাকে যেতে হবে হাটে।তার বাবার খাবার নিয়ে।বই পড়তে পড়তে এক সময় দোরের দিক থেকে মেয়েলিকণ্ঠ ভেসে এল তার কানে, – আসব ? এই মিষ্টি মুধুর কন্ঠস্বর তার বইয়ের মনযোগ এক নিমিষেই ভেঙে দিল।মুখ ফিরিয়ে দেখল, একটা সবুজ রঙের শাড়িতে প্রায় একহাত গোমটা দিয়ে খাবারের থালা নিয়ে দরজায় দাঁড়িয়ে তার মোজ বৌদি। তার মেজবৌদির নাম সুবর্ণা। সে এক কৃষক পরিবারের মেয়ে।গাঁয়ের রঙ শ‍্যামলা বর্ণের হলেও তার শারীরিক গঠন বেশ লোভনীয় বলা চলে। একটু লম্বাটে তবে চিকন নয়, দিবি পরিপুষ্ট দেহের গঠন।মাথার কেশ প্রায় কোমর ছোঁয়া। আচার আচরণ সাধারণ। খানিক বোকা বোকা একটা ভাব থাকলেও, সে যতেষ্ট বুদ্ধিমতী।তবে একটু ভীতু। অবশ্য সুবর্ণার এই সহজ সরল ব‍্যবহার সুজনের বেশ লাগে। হাতের বইটা এক পাশে নামিয়ে রেখে, উঠে বৌদির দিকে মুখ করে ঘুরে বসলো সে। একগাল হেসে বললো, – আমার ঘরে ঢুকতে তোমার অনুমোদন লাগবে নাকি বৌদি! এসো না ভেতরে এসো। সুবর্ণা ধির পদক্ষেপ রুমে ঢুকে বিছানার কাছে পড়ার টেবিলটায় ...